দুবাই থেকে সিলেটে আসা ফ্লাইটে ৩৪ কেজি সোনা
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এসময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালালে আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করেন।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।
তিনি জানান, বিমানের সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।