মুশতাকের মৃত্যু: শাহবাগে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ
কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রতিবাদে অংশ নেওয়া বামঘেঁষা সংগঠনগুলোর সদস্যের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যাতেই ঘটে পুলিশি এই অ্যাকশনের ঘটনা।
জানা গেছে, সন্ধ্যা সাতটায় বিক্ষোভকারীরা এক মশাল মিছিল বের করলে পুলিশ অ্যাকশনে যায়।
পুলিশ মিছিলটি বাধা দেওয়াসহ তাতে যোগ দেওয়া বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এক পর্যায়ে পুলিশ সেখানে টিয়ারগ্যাসও নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিতে বাধ্য হয়।
এপর্যন্ত পাওয়া খবরে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের একজন মুখপাত্র নাফিজা জান্নাত দাবি করেন, তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে আসছিলেন।
টিএসসি এলাকায় আসামাত্র মিছিলে আকস্মিক বাধা দেয় পুলিশ এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। ফলে ওই সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তবে ঢাকা মহানগর পুলিশের (রমনা জোন) ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে।
"বিক্ষোভকারীরা শাহবাগের দিকে আসছিল আর আমরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি। কিন্তু, তখন তারা উল্টো আমাদের উপর হামলা করে বসে, আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় আমিসহ আরও ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে।"
এজন্য ঘটনাস্থল থেকে দুজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেন তিনি।
আজকের সহিংসতার পর আগামীকাল শনিবার দুপুর ১২টায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।
সর্বশেষ পাওয়া খবর অনুসারে বিক্ষোভকারীরা শাহবাগের পাবলিক লাইব্রেরী চত্বরে অবস্থান করছিল, আর বিপরীতে শাহবাগ থানার সামনে অবস্থান করছিল পুলিশ সদস্যরা।