শিল্পকলায় নাটক বন্ধ: গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে ডিম নিক্ষেপ
চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি মঞ্চ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করার প্রতিবাদে নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মেরেছে একদল মানুষ।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে শতাধিক থিয়েটারকর্মী অংশগ্রহণ করেছিলেন।
যারা ডিম ছুড়ে মেরেছে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল প্রায় ৫টার দিকে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ বক্তৃতা দেওয়ার সময় পেছন দিক থেকে ডিম ছুড়ে মারা হয়। কিছুক্ষণ উত্তেজনা চলার পর, মামুনুর রশিদ তার বক্তৃতা শেষ করেন। পরে আয়োজকরা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যান।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তাপান হাফিজ জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেন, 'আমাদের সমাবেশ শেষ হচ্ছিল। এর মধ্যে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতকারী পেছন থেকে ডিম ছুড়ে মারে।'
ডিম ছোড়ার পর বক্তব্যে মামুনুর রশিদ বলেন, 'সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।'
আজকের ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আগামী ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।
এর আগে, 'নিত্যপূরাণ' নাটকের প্রদর্শনী তাৎক্ষণিকভাবে বন্ধ করার দাবিতে গত ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে একদল ব্যক্তি বিক্ষোভ করে। দর্শকদের নিরাপত্তা বিবেচনায়, কর্তৃপক্ষ নাটকটির প্রদর্শনী মাঝপথেই বন্ধ করে দেয়।