মার্কিন গোপনীয়তা মামলা নিষ্পত্তিতে ফেসবুককে ৬৫০ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক একটি গোপনীয়তা মামলা নিষ্পত্তিতে ফেসবুককে ৬৫০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য চূড়ান্ত নির্দেশ জারি করেছেন। টেক জায়ান্টের বিরুদ্ধে এ মামলায় লড়ছিল যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ১৬ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া বিবৃতিতে ফেসবুকের একজন মুখপাত্র জানান, "এমন একটি সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা সন্তুষ্ট যা আমাদের এ বিষয়টি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটি আমাদের সম্প্রদায় এবং আমাদের অংশীদারদের সর্বোত্তম স্বার্থের পক্ষে"।
সিদ্ধান্তটি শুক্রবার জারি করা হয়েছে বলে গতকাল রবিবার জানায় এএফপি।
শিকাগোর অ্যাটর্নি জে এডেলসন ২০১৫ সালে মামলাটি দায়ের করেন। বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা সম্পর্কে ইলিনয় রাজ্যের আইন ভঙ্গের অভিযোগে সে সময় কয়েকজন ফেসবুক ব্যবহারকারী আদালতের দ্বারস্থ হন।
টেক জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ছবি সনাক্তের উদ্দেশ্যে এটি অবৈধভাবে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করছে যা ইলিনয় গোপনীয়তা আইন লঙ্ঘনের সামিল।
২০২০ সালের জানুয়ারির শেষের দিকে, মামলায় ব্যর্থ হয়ে ফেসবুক ৫৫০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল; কিন্তু গত বছরের জুলাইতে মার্কিন জেলা জজ জেমস ডোনাটো সমন জারি করে বলেন, অর্থের পরিমাণ অপ্রতুল।
শুনানি চলাকালীন এটি প্রমাণিত হয় যে, ফেসবুক ব্যবহারকারীদের না জানিয়েই বায়োমেট্রিক ডাটা সংগ্রহের মাধ্যমে ইলিনয় গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। মূলত 'ফেস-ট্যাগিং' ফিচারটির জন্য ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত তাদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করে যাচ্ছিল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।
পরবর্তীতে ২০১৯ সালে ফেসবুক তাদের এই বিতর্কিত 'ফেসিয়াল রিকগনিশন ফিচার' টি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হিসেবে ব্যবহারের প্রস্তাব পেশ করে।
ডোনাটো এই রায় ও নিয়ন্ত্রণকে 'একটি যুগান্তকারী ফলাফল' হিসেবে অভিহিত করে বলেন, "ডিজিটাল গোপনীয়তার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে গ্রাহকদের জন্য এটি অনেক বড় জয়"।
"গোপনীয়তা লঙ্ঘনের জন্য এটি এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম নিষ্পত্তি" হিসেবেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, মামলার বাদীদের প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে ৩৪৫ ডলার করে পাবেন।