বিশ্বের প্রথম দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক চালু করল রাশিয়া
বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সেবা চালু করল রাশিয়া।
শুক্রবার রাশিয়ান টেলিকম অপারেটর এমটিএস জানায়, তারা রাজধানী মস্কো ও নগরীর প্রধান কিছু পর্যটন কেন্দ্র মিলিয়ে ১৪টি এলাকায় হটস্পট খুলেছে। এলাকাগুলোর মধ্যে অন্যতম রেড স্কোয়ারের নিকটবর্তী লুবায়ঙ্কা স্কয়ার,মস্কোর প্রধান বাণিজ্যিক অংশ এবং ভিডিএনকেএইচ প্রদর্শনী কেন্দ্র।
শিগগিরই এ নেটওয়ার্কের আওতায় আরো নতুন নতুন এলাকাকে সংযুক্ত করা হবে ।
যে সকল স্মার্টফোনে এই নেটওয়ার্ক সেবা থাকছে, তার ব্যবহারকারীরা আল্ট্রা এইচডি ভিডিও এবং ক্লাউড গেমিংয়ের পাশাপাশি বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি পরিষেবা উপভোগ করতে পারবেন।
এমটিএসের সভাপতি আলেক্সি কর্নিয়া জানান, ফাইভজি নেটওয়ার্ক সেবা ত্বরান্বিত করতে প্রযুক্তিবিদরা পাইলট প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে।
তবে গ্রাহকেরা এখনই ফাইভজি নেটওয়ার্কে স্বতন্ত্রভাবে সংযোগ স্থাপন করতে পারবেন না।
ফাইভজি নেটওয়ার্কের আওতাধীন এলাকায় যখন গ্রাহক অবস্থান করবেন, তাদের খুদেবার্তা পাঠিয়ে এ টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে।
টেলিকম সেবাদাতা সংস্থাটি তাদের ওয়েববসাইটে এক বিবৃতিতে জানায়, "ফাইভজি নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্তির মাধ্যমে মস্কো পাইলট জোনে আপনি বৈজ্ঞানিক, গবেষণা, পরীক্ষামূলক এবং নকশাকর্মে আপনার অংশগ্রহণের নিশ্চয়তা দিচ্ছেন"।
২০১৯ সালে এমটিএস হুয়াওয়ের সাথে একটি ফাইভজি নেটওয়ার্ক উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিল; গুপ্তচরবৃত্তির অভিযোগে সে সময় চীনা কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখোমুখি হয়েছিল।
২০২৪ সালের মধ্যে অন্তত ১০টি বড় শহরে ফাইভজি নেটওয়ার্ক টেলিকম সেবা চালুর পরিকল্পনা রয়েছে রাশিয়ার।
- দ্য মস্কো টাইমস অবলম্বনে