ভাড়া না দেওয়ায় শারীরিক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ধাক্কা
ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হেলপার। কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় গত রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গতকাল রোববার (৭ মার্চ) সকাল ৮:৪৫ ঘটিকায় 'এন মল্লিক' পরিবহনের বাসটি থেকে ওই নারীকে ফেলে দেওয়া হয়। মাটিতে পড়ে তিনি ভারসাম্য হারিয়ে গড়াতে থাকেন, এসময় তাকে অস্ফুস্ট যন্ত্রণাকাতর কণ্ঠে বিড়বিড় করতেও শোনা যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থা থেকে উদ্ধার করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও ফুটেজ।
ওই বাসের লাইসেন্স নাম্বার ছিল ঢাকা মেট্রো বি-১৩-১৫২১। এন মল্লিক পরিবহন এটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে পরিচালনা করে।
পুলিশের মতে, ওই নারী শারীরিক প্রতিবন্ধী। তাকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হেলপারের নাম হাসান (২২)। সে নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকার বাসিন্দা। আর বাস ড্রাইভারের নাম সবুজ মিয়া (৪০)।
উদ্ধারকারী স্থানীয় লোকজনকে ওই নারী জানান, "এন মল্লিক পরিবহনের বাস চালকরা কখনো আমার কাছ থেকে ভাড়া নিতো না। কিন্তু, আজকে হঠাৎ করেই ভাড়া চেয়ে বসে। তখন আমি ভাড়া দিতে না পারায় আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।"