ব্যাংক বন্ধ থাকবে ৩০ মার্চ
পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে ৩০ মার্চ (মঙ্গলবার) ব্যাংক বন্ধ থাকবে। এর আগে এই ছুটি নির্ধারণ করা হয়েছিল ২৯ মার্চ সোমবার।
যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে শব-ই-বরাত নির্ধারণ করা হয়ে থাকে, তাই এ সংক্রান্ত ছুটির নতুন তারিখ নির্ধারণ করা হলো। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এর আগে গেল বছরের ১২ নভেম্বর ২০২১ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই তালিকায় চলতি বছরের জন্য ২৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
ঐতিহ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম দিন এবং ডিসেম্বর মাসের শেষ দিনে ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, এ বছর ডিসেম্বরের শেষ দিনটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।
চলতি বছরের জন্য নির্ধারিত ২৪ দিন ছুটির মধ্যে ৮ দিনের ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলোর ভেতর।
স্বাধীনতা দিবস, মে দিবস, জুমাতুল বিদা, ঈদুল ফিতরের দুইদিন, দুর্গা পূজা (বিজয়া দশমী), বড়দিন এবং ডিসেম্বর মাসের শেষ দিনের ছুটি নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনে পড়বে।
ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং অন্যান্য মুসলিম ধর্মীয় উৎসবের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।