সিলিকন ভ্যালিতে স্টার্টআপের নতুন দায়িত্বে প্রিন্স হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবন ছেড়েছেন আগেই। এবার ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি প্রযুক্তিশিল্পের কেন্দ্রস্থল সিলিকন ভ্যালিতে একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
'বেটারআপ ইনকর্পোরেশন' নামক একটি কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য সংস্থার চীফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে কর্মরত থাকবেন প্রিন্স হ্যারি।
সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৩ সাল থেকেই এটি গ্রাহকের 'ব্যক্তিগত এবং পেশাদার সম্ভাবনা প্রকাশ' এর উদ্দেশ্যে বিভিন্ন কোচিং, এআই প্রযুক্তি এবং আচরণসম্পর্কিত বিজ্ঞান বিশেষজ্ঞদের একত্রিত করেছে।
ইমেইলের মাধ্যমে এক বিবৃতিতে প্রিন্স হ্যারি জানিয়েছেন, 'আমি মানুষের জীবনে প্রভাব রাখতে চাই। বিভিন্ন কোচিং ও কাউন্সেলিং মানুষের ব্যক্তিগত বিকাশ ও সচেতনতা বৃদ্ধি এবং চারপাশের জীবনকে উন্নত করার অবিরাম সম্ভাবনার ক্ষেত্র তৈরী করতে সাহায্য করে"।
এখানে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শের পাশাপাশি ডিউক অফ সাসেক্স পণ্য কৌশলগতকরণ এবং অনুদান বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন।
রাজ দায়িত্বে আর ফিরছেন না-প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল এমন ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহ পরেই হ্যারির এ প্রতিষ্ঠানে যোগদানের সংবাদটি এল।
সম্প্রতি একটি ব্লগ পোস্টে, হ্যারি তার কাজের এই নতুন অবস্থান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামরিক বাহিনীতে পূর্বে কাজের অভিজ্ঞতা তার এই নতুন দায়িত্বের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তাছাড়া বেটারআপের সাথে তার আগেও আংশিক কাজের অভিজ্ঞতা রয়েছে।
তিনি লেখেন, 'বেটারআপের প্রথম চীফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে আমার লক্ষ্য থাকবে মানসিক স্বাস্থ্যেবিষয়ক বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করা। আমি একটি সহায়ক এবং সহানুভূতিশীল সম্প্রদায় গড়ে তুলতে চাই যেখানে সততার পরিবেশ থাকবে'।
'আমি বিশ্বাস করি মানুষকে তার মনের ভিতরের শক্তি, সামর্থ্য এবং আত্মবিশ্বাস অনুধাবনে সাহায্য করতে পারব'।
গত মাসেই বেটারআপ ঘোষণা দেয় যে, তাদের 'সিরিজ ডি তহবিলে' র জন্য ১২৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে তারা।
তবে তার চেয়েও বড় শিরোনাম তৈরি করেছে হ্যারির সংস্থাটির সাথে সংযুক্ত হওয়ার খবর। সম্প্রতি অপরাহ উইনফ্রেকে দেয়া 'বিস্ফোরক' এক সাক্ষাৎকারের পর থেকেই নতুন করে গণমাধ্যমের আলোচনায় রয়েছেন সাসেক্সের ডিউক এবং ডাচেস হ্যারি ও মেগান।