হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতিতে সমর্থন দিয়ে যাব: মোদি
২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে বাংলাদেশে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রীয় এই সফরের আগে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে তার দেশ অব্যাহত সমর্থন দিয়ে যাবে।
"আমাদের প্রতিবেশী প্রথম নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো; বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক। এই সম্পর্ক আমরা আরও গভীর ও বৈচিত্রপূর্ণ করতে চাই। লক্ষ্যটি অর্জনে আমরা শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের এই যাত্রায় সমর্থন দিয়ে যাব,"আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে টুইট বার্তায় বলেছেন মোদি।
কোভিড-১৯ মহামারির পর এই প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসছেন মোদি, এনিয়ে তিনি আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেন।
"মহামারির পর প্রথম বিদেশ সফরে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশে যাওয়া নিয়ে আমি আনন্দিত। দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক, ভাষাগত এবং জনগণ পর্যায়ের সম্পর্কের দৃঢ় বন্ধন রয়েছে।"