অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?
গত বছর নেদারল্যান্ডসের দুটি জাদুঘর থেকে সেদেশেরই দুই কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ ও ফ্রান্স হালসের দুটি অমূল্য চিত্রকর্ম চুরির দায়ে সম্প্রতি দেশটির পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পেইন্টিং দুটি অবশ্য এখনো উদ্ধার করা যায়নি।
গত মঙ্গলবার ডাচ পুলিশের মুখপাত্র মারেন ওয়ান্ডার এক টুইট বার্তায় জানান, রাজধানী আমস্টারডাম হতে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর বার্নের নিজ বাড়ি থেকে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডাচ পুলিশের বিধি অনুসারে, তার পরিচয় প্রকাশ করা হয়নি।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/04/09/the_parsonage_garden_at_nuenen_in_spring.jpg)
'দুর্ভাগ্যক্রমে আমরা এখনো পেইন্টিংগুলো উদ্ধার করতে পারিনি। তদন্ত এখনো চলছে। আর এই গ্রেপ্তারের ঘটনা সেই তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ,' বলেন ওয়ান্ডার।
গত বছরের ৩০ মার্চ আমস্টারডামের সিংগার লরেন মিউজিয়াম থেকে কাঁচের দেয়াল ভেঙে লুট করা হয় ভ্যান গঘের ১৮৮৪ সালে আঁকা 'দ্য পারসোনেজ গার্ডেন অ্যাট নুনেন ইন স্প্রিং' চিত্রকর্মটি। সে সময় করোনাভাইরাস লকডাউনের কারণে জাদুঘরটি বন্ধ ছিল।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/04/09/two_laughing_boys.jpg)
অন্যদিকে, এ ঘটনার মাস পাঁচেক পর আমস্টারডাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের শহর লিরডামের মিউজিয়াম হোফে ভ্যান মেভরো ভ্যান এরডেন থেকে চুরি হয়ে যায় ফ্রান্স হালসের ১৬২৬ সালে আঁকা 'টু লাফিং বয়েজ' পেইন্টিংটি।
- সূত্র: এপি