পহেলা বৈশাখ উদযাপন করছে গুগল ডুডল
বাঙালির বিশেষ দিনটিকে আরেকটু রাঙিয়ে দিতে বাংলা নববর্ষের বিশেষ ডুডল বের করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
গুগলের হোম পেজে নিয়মিত গ্রাফিকের পরিবর্তে বাংলাদেশি ব্যবহারকারীরা আজ মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ মুখোশের প্রতিকৃতির অ্যানিমেটেড সার্চ বারটি পাবেন।
ডুডলটিতে দেখা যাবে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তুলে কেউ একজন পহেলা বৈশাখের বিশেষ মুখোশে রঙ বসাচ্ছেন; পাশেই পড়ে রয়েছে রঙের কৌটা আর ব্রাশ। এতে ক্লিক করলেই পাওয়া যাবে পহেলা বৈশাখের বিভিন্ন তথ্য ও ছবি।
বিশেষ দিন, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু স্মরণে গুগল প্রায়ই সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে সে দিনটির সঙ্গে মানানসই নকশার লোগো বা ডুডল তৈরি করে থাকে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাইরের কোন কর্মসূচী ছাড়াই এবারের বাংলা নববর্ষের প্রথম দিন সারা দেশে ভার্চুয়ালি উদযাপিত হচ্ছে।
তাছাড়া আজ বুধবার (১৪ই এপ্রিল) ভোর ৬টা থেকে দেশে আটদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
উল্লেখ্য, বাংলা নববর্ষের এই উৎসবটি ১৪ই এপ্রিল তারিখে বাংলাদেশ এবং ১৫ এপ্রিলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাঙালিরা পালন করে থাকে।