ক্ষোভ ঝেড়ে তিরস্কৃত কোহলি
বিরাট কোহলিকে দেখেই বোঝা যাচ্ছিল আউট হয়ে কতটা হতাশ তিনি। মাঠ ছাড়ার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। একটা পর্যায়ে আর ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। মাঠে বাইরে গিয়ে ক্ষোভ ঝারেন দড়ি ও চেয়ারের ওপর। কিন্তু এমন আচরণ ক্রিকেটে গ্রহণযোগ্য নয়। তাই তিরস্কৃত হতে হয়েছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর দুঃসময়ই যাচ্ছিল। রান তো সেভাবে উঠছিলই না, উল্টো হারাতে হচ্ছিল উইকেট। এমন সময়ে দলের হাল ধরে ব্যাট চালিয়ে যেতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে পান ম্যাচ সেরা গ্লেন ম্যাক্সওয়েলকে। এই জুটিতে ছন্দ খুঁজে পায় বেঙ্গালুরু। অজি ব্যাটসম্যানের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন কোহলি।
তিথু হয়েও আউট হয়ে যান তিনি। ২৯ বলে ৩৩ রান করে জেসন হোল্ডারের বলে ক্যাচ তুলে বিদায় নেন কোহলি। যা মানতে পারছিলেন না বেঙ্গালুরুর অধিনায়ক। মাঠ ছাড়ার সময় বাউন্ডারির দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন। এতে ক্ষোভ কমেনি তার। সামনে থাকা চেয়ারেও জোরে আঘাত করেন তিনি।
কোহলির এই ক্ষোভ ঝাড়া দৃষ্টি এড়ায়নি কারও। দৃশ্যটি টিভি ক্যামেরাতেই ধরা পড়ে। আচরণবিধি ভঙ্গ করায় কোহলিকে তিরস্কার করা হয়েছে। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন কোহলি। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, 'লেভেল ওয়ান ধারায় অভিযুক্ত কোহলি। এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।'
ম্যাক্সওয়েলের সঙ্গে কোহলির গড়া ৪৪ রানের ওই জুটিটি বেঙ্গালুরুকে অনেকটা পথ এগিয়ে দেয়। মূলত এই জুটিটিই আইপিএলের দলটি ১৪৯ রানে পৌঁছায়। যে স্কোর গড়ে পরে ৬ রানের জয়ও পায় কোহলির দল। জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৪৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস।