ভাড়া বিমানে দেশত্যাগ করেছেন বসুন্ধরা গ্রুপ এমডির পরিবারের আট সদস্য
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান পরিবারের আট সদস্য ভাড়া করা বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
আজ বৃহস্পতিবার রাতের এক বিশেষ চাটার্ড ফ্লাইটেই তারা দেশত্যাগ করেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন অভিবাসন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, "স্পেশাল ব্রাঞ্চের ক্লিয়ারেন্স পাওয়ার পর বসুন্ধরা গ্রুপ পরিবারকে আজ একটি বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছিল।" তবে অনুমতি পেয়ে তারা দেশ ছেড়েছেন কিনা তা নিশ্চিত করেননি বেবিচক চেয়ারম্যান।
ইতঃপূর্বে ২৬ এপ্রিল কলেজ ছাত্রী মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আনভীরের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর ২৭ এপ্রিল পুলিশের আর্জির প্রেক্ষিতে মামলার একমাত্র আসামী আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একটি আদালত।
২৬ এপ্রিল সন্ধ্যাতেই রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এরপর রাতে গুলশান থানায় ৩০৬ ধারায় আনভীরের বিরুদ্ধে একটি মামলা করেন ভিক্টিমের বোন।
দেশের কিছু গণমাধ্যমের দাবি, আনভীর নাকি ইতোমধ্যেই দেশ ছেড়েছেন, তবে পুলিশ তাদের প্রযুক্তিগত তথ্যের বরাতে জানিয়েছে, তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন।