মাঠে ঢুকে সমর্থকদের বিক্ষোভ, ম্যান ইউ-লিভারপুল ম্যাচ স্থগিত
ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টায় মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইডেট ও লিভারপুলের। ম্যাচ শুরুর সময় ঘনিয়ে এলো, কিন্তু ততোক্ষণে পুরো মাঠ ম্যান ইউ সমর্থকদের দখলে। মাঠেই চলতে থাকলো বিক্ষোভ। অনেকক্ষণ অপেক্ষা করেও লাভ হয়নি। ম্যান ইউ-লিভারপুল ম্যাচটি স্থগিত করা হয়েছে।
ইংল্যান্ডের সময় বিকাল সাড়ে চারটায় ম্যান ইউ-লিভারপুল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের সাড়ে তিন ঘণ্টা আগেই (স্থানীয় সময় দুপুর একটা) ওল্ড ট্রাফোর্ডে প্রায় ২০০ সমর্থক ঢুকে পড়েন।
হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, আতশবাজি জ্বালিয়ে ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন তারা। ঘটনার বেশ পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেবল মাঠেই নয়; মান ইউর টিম হোটেলের সামনেও জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন দলটির সমর্থকরা। এই বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ে স্টেডিয়ামে যেতে পারেনি দুই দল।
ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর এক বিবৃতিতে ম্যাচটি স্থগিত করার ঘোষণা দেয় ম্যান ইউ। নিরাপত্তা শঙ্কা থাকায় পুলিশ, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, ট্র্যাফোর্ড কাউন্সিল ও দুই ক্লাবের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ম্যাচটির নতুন সূচি এখনও জানানো হয়নি। লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচের নতুন সূচি ঠিক করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ম্যান ইউসহ ইউরোপের শীর্ষ ১২ ক্লাবের বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার প্রতিবাদের ধারাবাহিকতায় সমর্থকদের এই বিক্ষোভ। প্রবল সমালোচনার মুখে ইংলিশ লিগের ৬ ক্লাব সুপার লিগ থেকে নাম সরিয়ে নিয়েছিল।