কৌন বনেগা ক্রোড়পতি: সিজন ১৩ নিয়ে ফিরছেন অমিতাভ
ভারতীয় টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। শোয়ের মূল আকর্ষণ সঞ্চালকের আসনে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
দর্শকদের একাংশ এই শোয়ের অন্ধভক্ত। শোতে হাজির প্রতিটা প্রতিযোগী কঠিন প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন হাজার থেকে লক্ষ, এমনকি সব প্রশ্নের উত্তর দিলে মিলতে পারে কোটি টাকাও।
সম্প্রতি সনি টিভির তরফ থেকে এই টেলিভিশন শোয়ের ভক্তদের জন্য শোনানো হলো সুখবর। শুরু হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৩। ফের একবার এই শো নিয়ে ফিরে আসছেন বিগ বি।
ইতোমধ্যে সনি টিভির সোশ্যাল মিডিয়ার তরফে আসন্ন সিজেনের কথা ঘোষণা করা হয়েছে।
সামাজিক মাধ্যমে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 'কৌন বনেগা ক্রোড়পতির প্রশ্ন নিয়ে ফের একবার ফিরে আসছেন অমিতাভ বচ্চন। ফোন তুলুন আর তৈরি হয়ে যান, কেননা ১০ মে থেকে শুরু হচ্ছে কেবিসির রেজিস্ট্রেশন।'
ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, নিজের ও নিজের স্বপ্নের মধ্যে দূরত্ব মাত্র চেষ্টার। সেই ভিডিওতে অমিতাভ বচ্চন জানিয়েছেন, ১০ মে থেকে শুরু হচ্ছে কেবিসির রেজিস্ট্রেশন। যদিও কবে থেকে শুটিং শুরু হবে অথবা টিভিতে কবে থেকে দেখা যাবে তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।