ভিপি নুরের পদত্যাগ চান দুর্নীতির দায়ে পদ হারানো রাব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগ দাবি করেছেন দুর্নীতির অভিযোগে নিজ সংগঠন থেকে পদ হারানো ডাকসুর জিএস গোলাম রাব্বানী।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরের ‘টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের’ প্রতিবাদে নিন্দাজ্ঞাপন, ভিপি পদ থেকে নুরকে পদত্যাগের আহ্বান ও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের জিএস রাব্বানীর সঙ্গে উপস্থিত ছিলেন এজিএস সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর আরও ২১ জন প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে রাব্বানী বলেন, ডাকসুর সর্বোচ্চ পদ যেটি, ভিপি পদ, নুরুল হক সেটিকে স্পষ্টভাবেই বিতর্কিত ও কলঙ্কিত করেছেন, আমরা তার প্রমাণও পেয়েছি৷ তার অডিও ফোনালাপ ও ভাইরাল হওয়া ভিডিও আমরা দেখেছি৷ ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে রাজি নয়৷ আমাদের আহ্বান, ডাকসুর ভিপি পদকে আর বিতর্কিত না করে নুরুল যেন অনতিবিলম্বে পদত্যাগ করেন৷ তিনি যদি পদত্যাগ না করেন, আমরা ডাকসুর সভাপতির প্রতি আহ্বান জানাই, নৈতিক স্খলনের কারণে তিনি যেন নুরুলকে ডাকসুর ভিপি পদ থেকে বহিষ্কার করেন।
তবে রাব্বানীসহ ডাকসুর অন্য সদস্যদের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ভিপি নুরুল হক নুর।
ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমি পদত্যাগ করবো, কিন্তু ছাত্রলীগের কথায় কর্ণপাত করবো না।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভিন্নমতের শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন হামলা-মামলা চালিয়ে একটা দখলদারি পরিবেশ কায়েম করতে চায়। তারা চায় ছাত্রলীগের বাইরে কেউ যেন না থাকতে পারে। সেজন্যই তারা এখন ডাকসুর ভিপির পদটি নিয়ে খুব অস্বস্তিতে রয়েছে। কারণ সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ভিপি ছাড়া আর কোনো সংগঠন বা দল কথা বলে না।”
সম্প্রতি ভিপি নুরের সঙ্গে দুই ব্যক্তির কথোপকথনের অডিও একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ছাত্রলীগ অভিযোগ তোলে, নুরুল হক টাকা লেনদেনের বিষয়ে ওই ফোনালাপে কথা বলছিলেন।
তবে নুর বলছেন, তার ওই ফোনালাপে তার বক্তব্যের একাংশ প্রচার করা হয়েছে। কয়েকটি ফোনালাপ এডিট করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ক্লিপ প্রচার করা হয়েছে।