ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা
ঈদের দিন ভোর থেকে শুরু করে সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভোর রাত থেকে কাল সকালে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এখন সময়টা এমন বৃষ্টি হলে তারসাথে ঝড়ো হওয়াও থাকবে।"
তিনি বলেন, "আজকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে, তাতে ঢাকা বিভাগসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।"
খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড় হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।
সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে এসব স্থানে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তবে দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজকে দেশের তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি এর মধ্যে। আগামীকাল যেটা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। তবে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এদিকে পরশু থেকে দেশের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। এসময় দেশের বৃষ্টিপাত কমে এসে কোথাও কোথাও তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।