কোয়ারেন্টিন মুক্ত হয়েও অপেক্ষায় সাকিব-মুস্তাফিজ
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় গত ৬ মে ভারত থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশে ফিরেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয় তাদের। সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু দুই দিন আগেই কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। ১৭ মে রাতে নিজ বাসায় ফিরেছেন তারা। বিসিবি সূত্রে এমনই জানা গেছে।
কোয়ারেন্টিন মুক্ত হলেও অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিব-মুস্তাফিজকে। ঈদের বিরতি শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ প্রস্তুতি সারতে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হচ্ছে। প্রথমদিন অনুশীলনে যোগ পারছেন না তারা। সরকারের অনুমতি স্বাপেক্ষে ১৯ মে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।
সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিন মুক্ত হওয়ার বিষয়ে বিসিবি থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে নিশ্চিত জানেন না বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, হয়তো সরকারের নির্দেশনা মতোই দুই দিন আগে কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন সাকিব-মুস্তাফিজ। তবে অনুশীলনে ফিরতে সরকারের অনুমতি লাগবে তাদের।
দেবাশীষ চৌধুরী বলেন, 'সাকিব ও মুস্তাফিজ কোয়ারেন্টিন মুক্ত হয়ে বাসায় ফিরেছে, এটা আমি শুনেছি। হয়তো সরকারের নির্দেশনা মাফিকই তারা আগে মুক্ত হয়েছে। তবে এখনই অনুশীলনে যোগ দিতে পারছে না তারা। এর জন্য সরকারের অনুমতি লাগবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও আমরা কোনো নির্দেশনা পাইনি।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকা এসেছে শ্রীলঙ্কা দল। এসেই কোয়ারেন্টিনে চলে গেছে লঙ্কানরা। প্রথম তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিন করতে হবে তাদের। এ সময়ে দুটি করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা।
দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।