দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৪৫৭
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/05/20/covid-19-variant_0.jpg)
গত ২৪ ঘণ্টায় দেশে চলমান কোভিড-১৯ মহামারিতে ঝরে গেছে আরও ৩৬ জনের প্রাণ, এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২,২৮৪।
একইসময়, মৃত্যুহার ১.৫৬ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত তথ্যে জানানো হয়েছে।
অপরদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১,৪৫৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৮৫,১৯৪- এ।
একইসময় পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ছিল ৭.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের ৪৮২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
মৃতদের মধ্যে ১০ জন ছিলেন নারী, বাকি ২৬ জন পুরুষ।
মৃতদের ১২ জন ছিলেন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রামের, রাজশাহী ও সিলেটের ৩ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন এবং খুলনা বিভাগের ২ জন মারা গেছেন।
এছাড়াও, আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় আরও ১, ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ ,২৭,৫১০ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর জানানো হয়।