করোনাভাইরাসে একদিনে আরও ২৬ মৃত্যু
দেশে করোনাভাইরাসে টানা ৪ দিন মৃতের সংখ্যা ৩০-এর ওপর থাকলেও শুক্রবার তা কমে এসেছে।
কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে এ ভাইরাসে ২৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৩১০।
অবশ্য, মৃত্যুহার অপরিবর্তিত, ১.৫৬ শতাংশই রয়েছে।
এ সময়ে আরও ১,৫০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮।
স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বিজ্ঞপ্তি অনুসারে এসব তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে, দেশের ৪৮২টি পরীক্ষাগারে ১৮,২২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ছিল ৮.২২ শতাংশ।
গত দিনের মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ আর ৭ জন ছিলেন নারী। তারা সকলেই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সবচেয়ে বেশি মারা গেছেন খুলনা বিভাগের ১০ জন, তারপর ৬ জন চট্টগ্রামের, চারজন রাজশাহীর আর তিনজন ছিলেন ঢাকার। এছাড়া, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের একজন করে মারা যান।
২৪ ঘণ্টায় কোভিড মুক্ত ঘোষণা করা হয় আরও ১,৫২৯ জনকে, সেরে ওঠার হার ৯২.৬৭ শতাংশ।
মহামারিতে মৃতদের লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণ অনুসারে, এপর্যন্ত প্রাণঘাতী কোভিডে ৮,৯০৩ জন পুরুষ এবং ৩,৪০৭ জন নারী মারা গেছেন।
গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর প্রথম মৃত্যুর কথা জানানো হয় ১৮ মার্চ।