করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে আরও ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলায় রেড ক্রিসেন্টের ফান্ডে আরও ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে তার দেশ।
এই অর্থ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) মাধ্যমে দেওয়া হবে এবং তা করোনাভাইরাস মহামারির স্বাস্থ্য ও সামাজিক প্রভাব প্রতিরোধে অক্সিজেন-সহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে ব্যবহার করতে হবে।
করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা, জরুরি খাদ্য ও উপার্জন সহায়তা এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কেনার কাজে ব্যয় করার জন্য গত বছর অস্ট্রেলিয়ার দেওয়া ৫.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে বাড়তি এই অর্থ দেশটির পক্ষ থেকে যুক্ত হবে বলে এক রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে।
বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকরী কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধিতেও কাজ করছে অস্ট্রেলিয়া। এরমধ্যে কোভ্যাক্সের জন্য একটি অগ্রিম ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে, যেটি থেকে বাংলাদেশও লাভবান হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রাউয়ার বলেন, 'বাংলাদেশের সবচেয়ে পুরনো বন্ধুরাষ্ট্রগুলোর একটি হিসেবে অস্ট্রেলিয়া মহামারির বিরুদ্ধে এ দেশের লড়াইয়ে সহায়তা করবে, যেন এখানকার নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রাণোচ্ছল অবস্থা বজায় থাকতে পারে।'