সাকিবদের স্পিন কোচ হচ্ছেন হেরাথ, নতুন ভূমিকায় ফিরতে পারেন সিডন্স
অনেকদিন ধরেই স্পিন বোলিং কোচ ছাড়া খেলে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ১০০ দিনের জন্য ড্যানিয়েল ভেটোরির সঙ্গে চুক্তি থাকলেও করোনাকালে সব সিরিজে পাওয়া যায়নি সাবেক এই কিউই স্পিনারকে। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে দায়িত্ব সামলান স্থানীয় কোচ সোহেল ইসলাম।
অবশেষে স্থায়ীভাবে স্পিন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের আগেই সাকিব-মিরাজরা স্পিন কোচ পাচ্ছেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এমনকি জন লুইসকে পাল্টে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারেও ভাবছে বিসিবি। এই দুই পদে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ ও বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের নাম শোনা যাচ্ছে।
সোমবার আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা আগেও বলেছি যে এই কোভিডের সময় কোচ নেওয়াটা কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি। আশা করি জিম্বাবুয়ে যাওয়ার আগে আমরা কোচ নিতে পারব। যেহেতু জিম্বাবুযে সিরিজের পরপরই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আসবে, তাই আমরা এখনই চেষ্টা করছি।'
আকরাম খান নাম না বললেও বিসিবি সূত্রে জানা গেছে, স্পিন কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ রঙ্গনা হেরাথ। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক লঙ্কান এই স্পিনারের কোচ হিসেবে তেমন অভিজ্ঞতা না থাকলেও তার প্রতিই বেশি আগ্রহ বিসিবির। হেরাথ-বিসিবির মধ্যে সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে বিসিবির সূত্রটি।
ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জন লুইস। কিন্তু ইংলিশ এই কোচকে নিয়ে দলের মধ্যে পছন্দের বৈপরীত্য আছে। বিসিবিও তার কাজে সন্তুষ্ট নয়। এ কারণে নতুন ব্যাটিং কোচের সন্ধানে বিসিবি। এই পদে বিসিবির পছন্দের তালিকায় এগিয়ে বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন অস্ট্রেলিয়ান এই কোচ।
নাম না বললেও এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, 'নতুন ব্যাটিং কোচ নিয়ে আলোচনা হয়েছে। লুইসের ব্যাপারে কারও কারও আগ্রহ আছে, কারও কারও নেই। প্রথমে তার সিদ্ধান্তটা আমরা নেব, তাকে আমরা রাখব কি না। এটা আলোচনার ব্যাপার। যদি না রাখি, তাহলে আমাদের হাতে সংক্ষিপ্ত তালিকা আছে। এর মধ্যে একজন আছেন, যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। সবকিছু ঠিক করতে হয়তো তিন-চার দিন সময় লাগবে।'
স্পিন কোচ হিসেবে সব সময়ই ভেটোরিকে পছন্দ বিসিবির। কিন্তু করোনায় সৃষ্ট পরিস্থিতির কারণে তার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না বিসিবি। আবার সোহেল ইসলামকে নিয়ে কিছু ক্রিকেটারের আগ্রহ থাকায় তার ব্যাপারটি নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আকরাম খান বলেন, 'করোনার এই পরিস্থিতিতে তাকে (ভেটোরি) পাওয়া কঠিন। এ কারণেই তার ব্যাপারে আমরা আগ্রহ দেখাচ্ছি না। আমরা দুই-তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সত্যি কথা বলতে স্পিন কোচের ব্যাপারে আমাদের সোহেলকেও অনেক খেলোয়াড় চাচ্ছে। তাই আমরা সবকিছু বিচেনা করে এই সিদ্ধান্ত নেব।'
সবকিছু চূড়ান্ত হওয়ার আগে নাম প্রকাশ করলে কোচ পদে আগ্রহী প্রার্থীরা আগ্রহ হারান বলে জানান আকরাম খান। এ কারণে এখনই নাম প্রকাশ করছে না বিসিবি। বিসিবির এই পরিচালক বলেন, 'আমরা আগে বলে দিলে যারা আগ্রহ দেখায়, তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমাদের নাম বলতে নিষেধ করা হয়েছে। এবার আমরা বেশিরভাগ দীর্ঘমেয়াদে চিন্তা করব। তালিকায় কিছু কোচ আছেন, যাদের আমরা দুই-তিনটা সিরিজের জন্য নিয়ে দেখব। যদি ভালো করেন, আমরা চুক্তি বাড়াব।'