জিম্বাবুয়ে সফরে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে
আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। করোনাকাল হওয়ায় এই সফরে বাংলাদেশকে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।
এ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলাপ-আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ৭ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি চূড়ান্ত করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তা হলো স্বাভাবিকভাবে ৫-৭ দিনের কোয়ারেন্টিন রয়েছে। আমরা সেই হিসেব করেই কাজ করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আর কোনো পরিবর্তন এলে সেটা এর আওতায় আনা হবে।'
করোনাকালে বাংলাদেশ দলকে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে নিউজিল্যান্ড সফরে। ১৪ দিনের কোয়ারেন্টিনের প্রথম সাতদিন রুমবন্দি থাকতে হয়। এই সাত দিনে নিয়ম করে কয়েকবার রুমের বাইরে যাওয়ার সুযোগ মেলে। তবে শ্রীলঙ্কা সফরে এতো কঠোর অবস্থা ছিল না। সাত দিনের কোয়ারেন্টিনে তিনদিন পরই অনুশীলন করার সুযোগ পায় বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরেও শ্রীলঙ্কার মতো কোয়ারেন্টিন হতে পারে। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই বোর্ড আলোচনা করে একটি টেস্ট কমিয়েছে, বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি।
জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারের অংশগ্রহণে গত ৩১ মে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরটি ২৪ জুন শেষ হওয়ার কথা ছিল। এরপর ক্রিকেটারদের কয়েক দিন বিশ্রাম দিয়ে ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা বিসিবির।
কিন্তু আসরটি শেষ না করেই জিম্বাবুয়ে যেতে হতে পারে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের। বৃষ্টির কারণে লিগ পিছিয়েছে দুই দিন। আগের সূচি অনুযায়ী প্রতিদিন ৬টি করে ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে না। বৃষ্টিতে
বিকেএসপির মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ৫ জুন পর্যন্ত মিরপুরে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ২৪ জুন লিগ শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শেষের দিকের ম্যাচ না খেলেই জিম্বাবুয়ে সফরেযেতে হতে পারে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।