করোনাভাইরাস শনাক্তের হার বেড়ে ১২.১২%, আরও ৪৪ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার বেড়ে ১২.১২ শতাংশ হয়েছে। ২৭ এপ্রিলের পর প্রথমবারের মতো ১২ শতাংশ অতিক্রম করলো শনাক্তের হার।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ২,৩২২ জনের শরীরে। এ নিয়ে দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,১৫,২৮২।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিকে, গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৯১৩।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন
মারা গেছেন: ১২ হাজার ৯১৩ জন
মোট সুস্থ: ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন