‘ভাবিনি এটা আমাদের প্রথম আর শেষ’, সুশান্তকে নিয়ে মন খারাপের বার্তা কৃতি শ্যাননের
গত বুধবার ৪ বছর পূর্ণ করল সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননের 'রাবতা'। সেভাবে বক্স অফিসে সাফল্য না পেলেও দর্শকদের মন জয় করে নিয়েছিল কৃতি-সুশান্তের জুটি। এমনকি সুশান্তের মৃত্যুর পর অনেকেই ছবির প্রশংসা করেছিলেন।
সুশান্ত ও 'রাবতা' নিয়ে নিজের স্মৃতি সোশ্যাল মিডিয়ার ওয়ালে তুলে ধরলেন অভিনেত্রী। কো-স্টারের মৃত্যুবার্ষিকীর ক'দিন আগে ভেসে গেলেন পুরনো দিনের খেয়ালে।
২০১৭ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল সুশান্ত ও কৃতি শ্যানন অভিনীত 'রাবতা'। চার বছর আগের স্মৃতি আজও অমলীন কৃতির হৃদয়ে। ছবির 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী। একটি দীর্ঘ বার্তায় লিখলেন নিজের মনে জড়ো হওয়া সমস্ত আবেগ।
লিখলেন, 'আমি কানেকশনে বিশ্বাস করি। জীবনে এমন অনেকের সঙ্গে আমাদের পরিচয় হয়, যাদের সঙ্গে দেখা হওয়ারই ছিল। সেরকমই সুশান্তের সঙ্গে আমার রাবতা হওয়ারই ছিল। রাবতা সবসময় আমার হৃদয়ের খুব কাছের ছবি হয়ে থাকবে।... তবে কখনো ভাবিনি তোমার সঙ্গে এটাই আমার প্রথম ও শেষ কাজ হবে।'
২০২০ সালের ১৩ জুন রোববার দুপুরে গোটা বলিউড যেন থমকে গিয়েছিল। যখন খবর এসেছিল মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেতার ঝুলন্ত দেহ।
এভাবে প্রিয় অভিনেতার অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি তার ভক্তরা। এখনো যেন তাদের কাছে সুশান্তের চলে যাওয়াটা একটা স্বপ্নের মতো।
ঠিক সেরকমভাবেই সুশান্তের চলে যাওয়া এক শূন্যতা তৈরি করেছে কৃতি শ্যাননের মধ্যেও। তাই তো সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কৃতি লিখেছিলেন, 'যদি তোমার ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারতাম! আমি পারিনি। তোমার জীবনের একটা অংশ সারা জীবন আমার মনে জীবিত হয়ে থাকবে সুশ।'