গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট, দান করলেন আরও ৪.১ কোটি ডলার
নতুন মাইলফলকে পৌঁছেছেন বার্কশায়ার হ্যাথাওয়ে-র চেয়ারম্যান ওয়ারেন বাফেট। নিজের কোম্পানির অর্ধেক শেয়ার দাতব্য কাজে দান করে দিয়েছেন এই ধনকুবের।
গতকাল বুধবার ৪.১ বিলিয়ন ডলার দান করলেন বাফেট। ২০০৬ সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বার্কশায়ারের সবগুলো শেয়ার দাতব্য কাজে দান করবেন। এই ৪.১ বিলিয়ন দানের মাধ্যমে তিনি সেই লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে গেলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৪১ বিলিয়ন ডলার দান করেছেন।
বুধবার সকালে এক বিবৃতির মাধ্যমে বাফেট জানান, তিনি বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের ট্রাস্টির পদ থেক সরে দাঁড়াচ্ছেন। যদিও বিবৃতিতে তিনি তার সরে দাঁড়ানোর কারণ জানাননি। এমনকি বিবৃতিতে গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের বিবাহবিচ্ছেদের ব্যাপারেও কিছু বলেননি। ফলে সিয়াটলভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে।
যদিও বাফেট জানিয়েছেন, তার লক্ষ্য হচ্ছে ফাউন্ডেশনের লক্ষ্যের সঙ্গে শতভাগ সমন্বয় বজায় রাখা। সঙ্গে এ-ও যোগ করেন যে, ফাউন্ডেশনের লক্ষ্য অর্জন করার জন্য তার অংশগ্রহণ জরুরি নয়।
বাফেট তার বিবৃতিতে লিখেছেন, তার প্রয়াত স্ত্রী সুজান থম্পসন বাফেট আরও বেশি দান করতে চেয়েছিলেন। কিন্তু তখন বাফেট মানা করেন। সতেরো বছর আগে মারা যান সুজান বাফেট। এরপর থেকে গতি আসে বাফেটের দাতব্য কাজে।
বাফেট জানিয়েছেন, তার অবশিষ্ট ২ লাখ ৩৮ হাজার ৬২৪টি 'এ' ক্লাস শেয়ারের মূল্য ১০০ বিলিয়ন ডলার।
বাফেটের সম্পদ ও দাতব্য কাজ আমেরিকায় সম্পত্তি নিয়ে বড় বিতর্ক উসকে দিয়েছে। একটি ব্যয়বহুল অবকাঠামোর তহবিল জোগানোর জন্য বাইডেন প্রশাসন কর্পোরেশন ও উত্তরাধিকারীদের ওপর করের হার বাড়াতে চায়।
২০১১ সালে ওবামা প্রশাসনের প্রস্তাব করা 'বাফেট রুল' কার্যকর হলে ধনকুবেরদের নিম্ন আয় ও অন্যান্য কর্মজীবী শ্রেণিদের সমান কর দিতে হতো।
বাফেট নিজেও এখন খুব কম কর দেন। কারণ তার সম্পত্তির বেশিরভাগেরই মালিকানা দাতব্য সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের। ইন্টারনাল রেভেনিউ সার্ভিস-এর সম্প্রতি ফাঁস হওয়া একটি দলিল থেকে জানা যায়, বাফেট প্রকৃত কর হারের মাত্র ০.১ শতাংশ পরিশোধ করেন।
বুধবার পাঠানো বিবৃতিতে পরোক্ষভাবে এ ইস্যুর নিয়ে বলেছেন তিনি: 'আমার আয় তুলনামূলক কম। আমার সম্পদের প্রায় পুরোটাই কর পরিশোধের কাজে নিয়োজিত থাকে।'
বাফেট প্রতি বছর ৫টি ফাউন্ডেশনকে ১৬টি অনুদান নেন। অনুদান পাওয়া ফাউন্ডেশনগুলোর মধ্যে বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনসহ তার সন্তানদের পরিচালিত ৩টি প্রতিষ্ঠান এবং সুজান থম্পসন বাফেট ফাউন্ডেশনও আছে। অনুদানের সবচেয়ে বড় অংশ যায় গেটস ফাউন্ডেশনে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট