সুইজারল্যান্ডকে কাঁদিয়ে সেমি ফাইনালে স্পেন
নিজেদের ভুলে পিছিয়ে পড়া। ম্যাচে সমতা আনতে লেগে গেল অনেকটা সময়। অধিনায়কের দায়িত্ব পাওয়া শেরদান শাকিরির গোলে সমতায় ফিরেও কোণঠাসা সুইজারল্যান্ড। ৭৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া সুইসরা কেবল স্পেনের আক্রমণই ফিরিয়ে গেল। খেলা গেল অতিরিক্ত সময়ে। যেখানে লড়াই হলো স্পেন বনাম সুইস গোলরক্ষক ইয়ান সমেরের মধ্যে।
অবশেষে টাইব্রেকার, এখানেও বীরত্ব দেখালেন সমের; ফেরালেন একটি শট। তবু দলকে সেমিফাইনালে তুলতে পারলেন না তিনি। রাশিয়ার ক্রোয়েসতভস্কি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে সুইজাল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে উঠে গেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ম্যাচ ১-১ গোলে সমতা ছিল।
এবারের ইউরোতে শেষ ষোলো জিতেই ইতিহাস গড়ে সুইজারল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠে সুইসরা। প্রথমবারের মতো শেষ ষোলোর বাধা পেরিয়ে শেষ চারের টিকেট নেওয়ারও দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পুরো আসরে দারুণ ফুটবল খেলা দলটি। কিন্তু স্প্যানিশ বাধায় শেষ পর্যন্ত তা হলো না। শেষ আটেই থেমে গেল সুইস রূপকথা।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ১-১ সমতা ছিল। তবে স্কোরলাইনে ম্যাচের আসল চিত্র বোঝা সম্ভব নয়। ম্যাচে বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে ছিল স্পেন। ৭৩ শতাংশ সময় বল পায়ে রাখে লুইস এনরিকের শিষ্যরা। মুহুর্মুহু আক্রমণ সাজানো স্পেন গোলমুখে মোট ২৮টি শট নেয়, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে।
মাত্র ২৭ শতাংশ সময় বল পায়ে রাখা সুইজারল্যান্ড রক্ষণভাগ সুরক্ষিত রাখতে গিয়ে সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। তাদের নেওয়া ৮টি শটের ২টি ছিল লক্ষ্যে। পুরো ম্যাচে সুইজারল্যান্ডকে বেশ কয়েকবার বিপদ থেকে মুক্ত করেন দেয়াল তুলে দাঁড়িয়ে থাকা সমের। বিশেষ করে অতিরিক্ত সময়ে তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। স্পেনের অবিরত আক্রমণ দুই হাতে ফিরিয়ে খেলা পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে যান সুইস গোলরক্ষক।
টাইব্রেকারে গিয়ে কপাল পোড়ে সুইজারল্যান্ডের। পুরো ম্যাচে সুইসদের গোলপোস্ট পাহারা দিয়ে আসা সমের একটি শট ফিরিয়েও দেন। কিন্তু এ পর্বে তার চেয়ে বড় নায়ক হয়ে ওঠেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। সুইজারল্যান্ডের দুটি শট ফিরিয়ে দেন তিনি। সুইসদের চতুর্থ শটটি গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। পঞ্চম শটে গোল করে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে উল্লাসে মাতান মিকেল ওয়ারজাবাল।
এরআগে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। জর্দি আলবার নেওয়া শট ফেরাতে যান দেনিস জাকারিয়া। কিন্তু সুইস মিড ফিল্ডারের পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন। ৬৮তম মিনিটে গিয়ে শাকিরির গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।