সেন্সরশিপের দায়ে টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প
বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতের জায়ান্ট গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংস্থাগুলোর স্বেচ্ছাচারী সেন্সরশিপের শিকার বলেও অভিযোগ করেন।
এই আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গায় মদদ দেওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় কোম্পানিগুলো।
এই প্রেক্ষিতে বুধবার (৭ জুলাই) নিউজার্সিতে তার মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাক-স্বাধীনতা নিশ্চিতে এই মামলা হবে এক অভূতপূর্ব মুহূর্ত।
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক মাধ্যমের কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানোর অভিযোগ করা ডেমোক্রেট দলের নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন।
ট্রাম্প বলেন, "আমরা এই শ্যাডো-ব্যানিংয়ের অবসান চাই। তারা যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে ও কালোতালিকা করছে- সে সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন।"
মামলার মাধ্যমে ট্রাম্পের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদন করা হয়েছে আদালতে। ট্রাম্প দাবি করেন, "তারা যদি একজন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে চাইলেই যে কাউকে নিষিদ্ধ করতে পারে।"
তবে এই মামলার বিষয়ে আলোচিত তিন প্রযুক্তি কোম্পানি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলার নথি জমা দেওয়া হয়েছে। তবে আদালত সেটি গ্রহণ করা হবে কিনা- পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিতে পারেন।
- সূত্র: বিবিসি