করোনায় একদিনে আরও ১৮৫ মৃত্যু, শনাক্ত ৮,৭৭২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে ১২১ জন পুরুষ ও ৬৪ জন নারী।
এ নিয়ে প্রাণঘাতি এ ভাইরাসে প্রাণ হারালেন মোট ১৬,১৮৯ জন। তাদের মধ্যে ১১,৩৭৫ জন পুরুষ ও ৪,৮১৪ জন নারী।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮,৭৭২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০,০৯,৩১৫।
৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬১৩টি পরীক্ষাগারে ২৭,৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে কোভিড-১৯ শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট ৬৯,৩১,১৫২টি নমুনা পরীক্ষা করা হলো, যেখানে শনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।
এদিকে, গত একদিনে ৫,৭৫৫ জন সেরে উঠেছেন ভাইরাসটি থেকে। এ পর্যন্ত মোট ৮,৬৮,১৩৯ জন এ ভাইরাস থেকে সুস্থ হলেন।
বলে রাখা ভালো, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।