২০২২ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে নিশ্ছিদ্র কাঁটাতারের বেড়া স্থাপনের অঙ্গীকার জানালেন অমিত শাহ
বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ভারতের যে সকল সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া নেই তা ২০২২ সালের মধ্যে ঘিরে ফেলা হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের র্যাংকিং প্রদানের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিজেপির এই শীর্ষ নেতা।
নিরাপত্তার স্বার্থে প্রতিবেশি দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সীমান্তে বেড়া দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অমিত শাহ বলেন, "সীমান্তে ফাঁকফোকর রেখে বেড়া দিয়ে কোনো লাভ নেই। আমি নিশ্চিত করতে চাই যে, ২০২২ সালের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ায় কোনো ফাঁক থাকবে না।"
সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে যাবতীয় সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি। এছাড়া, ভারতের এই সিদ্ধান্তে পৌঁছানোর পথে অন্য কোনো বাধা আসলে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন অমিত শাহ।
সূত্র: ইন্ডিয়া টিভি