বায়তুল মুকাররমে ঈদের নামাজের সময় প্রকাশ
আগামী বুধবার (২১ জুলাই) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এবারও রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাআত অনুষ্ঠিত হবে।
আজ (রোববার) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সময়সূচি প্রকাশ করছে।
- প্রথম জামাআত: সকাল ৭টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
- দ্বিতীয় জামাআত: সকাল ৮টা
ইমাম: হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
- তৃতীয় জামাআত: সকাল ৯টা
ইমাম: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
- চতুর্থ জামাআত: সকাল ১০টা
ইমাম: হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: ক্বারী মোঃ ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
- পঞ্চম ও সর্বশেষ জামাআত: সকাল ১০.৪৫টা
ইমাম: হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
কোনো জামাআতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
বতর্মান করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১২ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।