মিথিলার কলকাতার ছবি ‘মায়া’র শুটিং শেষ ২৮ জুলাই
কলকাতার পরিচালক রাজর্ষি দের ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। কলকাতায় কোনো ছবিতে এটাই তার প্রথম অভিনয়। অবশ্য স্বামী সৃজিত মুখার্জির সাথে আরও আগে থেকেই সেখানে সংসার পেতেছেন তিনি। কিন্তু কলকাতার ছবি বা সিরিজে দেখা যায়নি তাকে।
গোপনীয়তা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন ছবি 'মায়া'র শুটিং শুরু হয় গত ১২ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। কলকাতা ও তার আশপাশের এলাকায় চলছে শুটিং।
পরিচালক রাজর্ষি দে অবশ্য আগেই জানিয়েছিলেন, ছবিটি শেকসপিয়ারের লেখা নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে নির্মিত হচ্ছে। এ ছবির প্রধান চরিত্র মায়া। এই নামেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আর মায়া চরিত্রেই অভিনয় করছেন মিথিলা।
চরিত্রটি নিয়ে আপাতত কথা বলা বারণ মিথিলার। শনিবার রাতে কলকাতা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বললেন, 'শুটিং ও চরিত্র নিয়ে আপাতত কথা বলতে পারছি না। ছবিটির ফাস্ট লুক আসবে আগস্টের প্রথম সপ্তাহে। তারপরই কথা বলতে পারব।'
'শুধু এতটুকু বলতে পারি, এখানকার কাজের স্টাইল, আমার চরিত্র, শুটিং অভিজ্ঞতা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি,' যোগ করেন তিনি।
অবশ্য কলকাতার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক মায়া চরিত্রটি নিয়ে বলেন, 'আমার পাঠ্য ছিল ম্যাকবেথ। তখন থেকেই আগ্রহ ছিল এটি নিয়ে কাজ করার। তবে চলচ্চিত্র নির্মাণের আগে আমি রি-কনস্ট্রাকশন করেছি। তারপর এটা একটা উইমেন এমপাওয়ারমেন্ট জায়গা থেকে ট্রিট করছি। যেখানে একজন মাইনরটি লিডারের কথা উঠে আসে। সেই চরিত্রটা মিথিলা প্লে করছে। সেটার নামই মায়া।'
তিনি জানান, ছবিতে সুফি রক ফরম্যাটে নজরুল গীতির ব্যবহার করছেন। তবে সেটা কেমন হবে জানা যাবে ছবিটি মুক্তির পর। পরিচালক এখনো ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করেননি বলে জানান।
মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।