করোনায় আক্রান্ত হলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন মুহিতের ছোটভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
তিনি বলেন, "তিনি কোভিড আক্রান্ত হলেও খুবই ভালো আছেন। শারীরিক কোন ঝামেলা নেই। তিনি দুই ডোজ টিকা নিয়েছেন। ডাক্তারের পরামর্শে বনানীর বাসায়ই তার চিকিৎসা চলছে। বাসায় রেখেই তার ট্রিটমেন্ট চলবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।"
মুহিতের বাসার কেয়ারটেকার বাচ্চু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গত কয়েকদিন অসুস্থতা বোধ করায় তার কোভিড টেস্ট করানো হয়।
"গত ২৫ জুলাই পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি শারিরীকভাবে সুস্থ্য আছেন। বাসা থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিচ্ছেন"
গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন মুহিত। এরপর দ্বিতীয় ডোজও নেন।