১২০০ মাইল পাড়ি দিয়েও হলো না রক্ষা, লন্ডনের বাদুড় মারা পড়লো রুশ বিড়ালের হাতে
লন্ডন থেকে ১,২০০ মাইল দূরের রাশিয়ায় উড়ে যাবার পর সেখানকার বিড়ালের হাতে মারা পড়েছে খুদে এক বাদুড়।
আকারে মানুষের হাতের বুড়ো আঙুলের সমান এই স্ত্রী বাদুড়টির বৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল এবং ওজন মাত্র ৮ গ্রাম।
রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামের সভেৎলানা লাপিনা নামক এক নারী প্রথম বেড়ালের আক্রমণে আহত বাদুড়টিকে দেখতে পান। একটি সংগঠন বাদুড়টিকে উদ্ধার করলেও পরে সেটিকে বাঁচানো যায়নি।
বাদুড়টির পাখায় একটি রিং লাগানো এবং তাতে ইংরেজিতে 'লন্ডন চিড়িয়াখানা' কথাটি লেখা।
২০১৬ সালে বাদুড়টির পাখায় এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস।
যুক্তরাজ্যের বাদুড় সংরক্ষণ ট্রাস্টের হেড অফ কনজারভেশন সার্ভিসেস লিসা ওয়ারলেজ বলেন, "যুক্তরাজ্য থেকে কোন বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাবার নজির আগে পাওয়া যায়নি। এ তো দেখছি পুরোই অলিম্পিয়ান!"
তিনি বলেন, "তার এই যাত্রা সম্পর্কে জানা একটি উত্তেজনাপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং বাদুড়দের মাইগ্রেশনের ধাঁধাঁরই আরেকটি অংশ। যুক্তরাজ্য এবং তার আশেপাশে বা মহাদেশের মধ্যে এই প্রজাতির বাদুড়ের চলাচল আজও রহস্যময় রয়ে গেছে"।
অবশ্য নাথুসিয়াস পিপিস্ট্রেল জাতীয় বাদুড়ের এটিই দীর্ঘতম ভ্রমণের রেকর্ড নয়।
এ রেকর্ডের মালিক আরেকটি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড়- যেটি ২০১৯ সালে লাটভিয়া থেকে ইউরোপের স্পেনে উড়ে যায়। সে বাদুড়টি রেকর্ড সর্বোচ্চ ১,৩৮২ মাইল বা ২,২২৪ কিলোমিটার পাড়ি দিয়েছিল।
নাথুসিয়াস পিপিস্ট্রেলের মাইগ্রেশন বা পরিযায়ী ভ্রমণের প্রবণতা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। অনুমান করা হচ্ছে, ভবিষ্যতে এ প্রজাতির বাদুড়ের আচরণে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও অধিক মাত্রায় দেখা যাবে।
বর্তমানে যুক্তরাজ্যে ২,৬০০টিরও বেশি এ জাতীয় বাদুড় আছে, এবং তাদের প্রজনন, বাসস্থান ও পরিযায়ী আচরণ সম্পর্কে জানার জন্য ২০১৪ সালে একটি প্রকল্প চালু করা হয়েছে।
যুক্তরাজ্যে নাথুসিয়াস পিপিস্ট্রেল মূলত দেখা যায় বৃহত্তর লন্ডন, কেন্ট, সারে এবং নর্থাম্বারল্যান্ড অঞ্চলে।
- সূত্র- বিবিসি