বিয়ের অনুষ্ঠানে যেতে ‘প্রবেশ ফি’
সৌজন্য প্রদর্শনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়েতে উপহার দেওয়া হয় বর ও কনেকে। তবে বিয়ের দাওয়াত দিয়ে বন্ধু বা স্বজনের কাছে অর্থ চাওয়ার ঘটনা বিরল। অদ্ভুত শোনালেও এমনটিই করেছেন যুক্তরাষ্ট্রের এক কনে। আর এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের শিকার হন তিনি।
ফক্স নিউজের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কনে এক স্বজনকে দাওয়াত দিয়ে বলেছেন, নির্দিষ্টসংখ্যক ডলার দিলে তাকে 'বিশেষ অতিথির তালিকায়' রাখা হবে।
তবে ওই কনে ও অতিথিদের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে শেয়ার করেছেন দাওয়াত পাওয়া কনের সেই জ্ঞাতি বোন। ১৯ বছর বয়সী তরুণী জানান, তার বোন বিয়ে করতে যাচ্ছেন। তিনি (কনে) বিয়েতে যোগ দিতে চাওয়া লোকজনের কাছ থেকে ৫০ ডলার করে চেয়েছেন।
রেডিটে ডেইন্টিশিপ নামের আইডি থেকে দেওয়া পোস্টে ওই তরুণী লেখেন, তার বোন বিয়ের অতিথির কাছে টাকা চেয়েছেন, যাতে করে তাদের কোনো সমস্যায় পড়তে না হয় এবং তাদের 'বিশেষ অতিথির তালিকায়' রাখা যায়।
ডেইন্টিশিপ আইডি ব্যবহারকারী তরুণী আরও জানান, তিনি বোনের বিয়েতে অর্থ দিতে অস্বীকৃতি জানান। কিন্তু নাছোড়বান্দা কনে তার বোনের পরিবারের জ্যেষ্ঠদের বিষয়টি জানান।
তরুণী লেখেন, বিষয়টি গর্হিত মনে হওয়ায় তিনি কনেকে কোনো অর্থ দিতে পারবেন না। কিন্তু কনে বিষয়টি ওই তরুণীর খালাকে জানান।
তিনি আরও লেখেন, তার মা-বাবা তার পক্ষ থেকে ডলার দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাতে বাধ সাধেন।
এই পোস্টের পর অনেকেই কনেকে নিয়ে হাসি-ঠাট্টা করেন। এক মন্তব্যকারী লেখেন, 'সস্তা কেউ যদি থাকে, তাহলে সে (কনে)।'
আরেকজন বলেন, "উফ! বিষয়টা হাস্যকর। এমন বিয়ে করো না, যার সামর্থ্য তোমার নেই।"