আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া শুরু হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম সাংবাদিকদের বলেন, এ বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে সম্মত হয়েছে সব পক্ষ। তবে পরীক্ষার প্রক্রিয়া নিয়ে কােনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝামেলা কমে আসবে।