নিলামে ‘মোনালিসা’
ছবিটি দেখতে ইতালির জগদ্বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসার মতোই। তবে এই মোনালিসা সেই মোনালিসা নয়, তাতে কী!
এই নকল মোনালিসারই দাম আশা করা হচ্ছে ৬০-৮০ হাজার ডলার (প্রায় ৫১ লাখ থেকে ৬৮ লাখ টাকা)। ৩০ জানুয়ারি চিত্রকর্মটির নিলামের দিনক্ষণ ঠিক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সোথবি'স।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, নিলামে ওঠা ছবিটি লিওনার্দো দ্য ভিঞ্চির মৃত্যুর শতাব্দী পর ১৬০০ শতকে আসল মোনালিসার আদলে আঁকা। আগামী বৃহস্পতিবার আরও ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম বিক্রি করবে সোথবি’স। ওই শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে ইতালির চিত্রকর কারাভেজিওর সৃষ্টি 'মেদুসা'।
চিত্রকর্মের অনুলিপির বিষয়ে সোথবি'স-এর ভাইস প্রেসিডেন্ট ও ওল্ড মাস্টার্স (১৮ শতকের আগের চিত্রকর্ম) প্রধান ক্রিস্টোফার অ্যাপস্টল বলেন, শিল্পজগতের প্রতারকদের সঙ্গে অনুলিপির যোগসাজশ থাকতে পারে। তবে কোনো একটি চিত্রকর্মের আদলে আরেকটি আঁকার অনেক ধরনের সঙ্গত কারণ রয়েছে।
তিনি বলেন, ইতিহাসের আলোকে বলতে গেলে, কোনো কিছুর অনুকরণকে শুরুতে ততটা নেতিবাচকভাবে দেখা হতো না, যতটা পরবর্তী সময়ে হয়েছে।
অ্যাপস্টল বলেন, বিখ্যাত চিত্রকর্মের সংগ্রাহকরা অনুলিপি তৈরির জন্য সুনির্দিষ্ট শিল্পীদের ভাড়া করত যাতে করে এগুলো কাউকে দেওয়া যায় বা দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।