সুশান্তের পছন্দের স্ক্রিপ্ট নিয়ে চলচ্চিত্র বানানোর ঘোষণা ‘চেহরে’ পরিচালকের
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিয়েছিলেন। স্ক্রিপ্টও তৈরি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। 'চেহরে' পরিচালক রুমি জাফরি এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন।
ভারতের এক দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এখন যেহেতু 'চেহরে' মুক্তি পেয়েছে, তাই সুশান্তের জন্য লেখা স্ক্রিপ্টটা বের করার সুযোগ পেয়েছি এবং আমি এটি পড়েছি। এখন কার সঙ্গে আর কখন সিনেমাটা তৈরি করব সেটাই ভাববার বিষয়। যখনই স্ক্রিপ্টটা দেখতাম, সুশান্তের কথা মনে পড়ত। ফলে আমি আবার সেটা শেলফে তুলে রাখতাম। তবে এখন এক বছরের বেশি সময় কেটে গেছে এবং এটা ওর প্রিয় স্ক্রিপ্ট ছিল, তাই আমি নিশ্চয়ই সিনেমাটা তৈরি করব।'
প্রতিবেদন অনুসারে, সুশান্তের জন্য রুমি তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'চেহরে'র সেটে পরিকল্পনা করেছিলেন। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, তিনি একটি রোমান্টিক ছবির পরিচালনা করতে যাচ্ছিলেন, এতে রিয়া চক্রবর্তীও ছিলেন। রুমি আরও জানান, সুশান্ত নতুন সিনেমায় কাজ করতে আগ্রহী ছিলেন।
এর আগে, শীর্ষস্থানীয় দৈনিকের সঙ্গে কথা বলার সময় রুমি বলেছিলেন, 'সুশান্ত প্রকল্প সম্পর্কে আগ্রহী ছিল। ও উত্তেজিত ছিল এবং আমাকে শিগগিরই কাজ এবং মহড়া শুরু করতে বলেছিল।'
উল্লেখ্য, গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। অভিনেতার রহস্য মৃত্যুর জট এখনও কাটেনি।
প্রসঙ্গত, রুমি জাফরির 'চেহরে' ছবিটি মুক্তি পেয়েছে গত ২৭ আগস্ট। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী প্রমুখ।