ভারতের উপস্থাপককে জেরা, কমেডিয়ানকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত টিভি উপস্থাপক অর্ণব গোস্বামীকে প্রশ্নবাণে জর্জরিত করে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমানে চলাচলে নিষেধাজ্ঞা পেয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান কুনাল কামরা।
মঙ্গলবার ইন্ডিগোর মুম্বাই-লক্ষ্ণৌর বিমানে চড়ার সময় অর্ণবকে বিভিন্ন প্রশ্ন করায় কুনালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো কুনালের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া তার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদ্বীপ সিং পুরি অন্য এয়ারলাইন্সগুলোকেও কুনালের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, “বিমানের ভেতর উসকানি ও উত্ত্যক্তের উদ্দেশ্যে করা অবমাননাকর আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না এবং (এ ধরনের আচরণ) বিমানযাত্রীদের নিরাপত্তাঝুঁকি তৈরি করে।"
মন্ত্রীর এ মন্তব্যের পর বেসরকারি এয়ারলাইন্স ভিস্তারা জানিয়েছে, উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি হলে বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে তারা।
বিমানের ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে কুনাল বলেন, "আজ (মঙ্গলবার) আমি লক্ষ্ণৌগামী একটি ফ্লাইটে অর্ণব গোস্বামীর সঙ্গে দেখা করি এবং ভদ্রভাবে তাকে আলাপের আহ্বান জানাই। প্রথমে তিনি ফোনালাপে থাকার ভান করেন। আমি তার তথাকথিত ফোনালাপ শেষ হওয়ার অপেক্ষায় থাকি। ওই সময়ে সিট বেল্ট সংকেত বন্ধ ছিল।"
কুনাল আরও বলেন, "তার (অর্ণব) সাংবাদিকতা নিয়ে আমার অনুভূতি বিষয়ে একক বক্তৃতা দেই। তিনি কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি হননি। তিনি আমাকে 'মানসিকভাবে অপ্রকৃতিস্থ' বলেন।"
কুনাল টুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। এতে দেখা যায়, কুনাল অর্ণবকে জিজ্ঞাসা করছেন, তিনি সাংবাদিক নাকি কাপুরুষ।