নগদের ব্যাংক হিসাব খুলতে অনুমোদন লাগবে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক বিভাগের
মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান 'নগদ' লিমিটেডের নামে ব্যাংকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খোলার আগে ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। সম্প্রতি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা আছে, 'নগদ' এতদিন তাদের কার্যক্রম পরিচালনা করছিল থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের নামে। এখন নাম পরিবর্তন করে 'নগদ লিমিটেড' হয়ে গেছে। এখন থেকে সেবা চালু রাখতে নগদকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খুলতেই হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগদের আর্থিক কার্যক্রমে সচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা দিয়েছে। নগদের নাম পরিবর্তনের পরে আগের কোম্পানি থার্ড ওয়েভ টেকনোলজিসের শেয়ারধারীদের পাশাপাশি নতুন অনেকে যুক্ত হয়েছে। এ প্রতিষ্ঠানটিকে ডাক বিভাগের সেবা বলা হলেও এখনো মালিকানায় ডাক অধিদপ্তরের কোনো অংশ নেই।
ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব এমন এক ধরনের সংরক্ষিত হিসাব, যেখানে নগদ কর্তৃক ইস্যুকৃত ইলেকট্রনিক মুদ্রার বিপরীতে গ্রাহকের অর্থ জমা রাখা হয়। অথবা নগদ সেবা পরিচালনাকারী বা ওই হিসাব পরিচালনার জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সেবাগ্রহীতার অর্থ জমা রাখা হয় এবং এ হিসাবে জমাকৃত অর্থ অনুমোদিত খাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না।
বাংলাদেশ ব্যাংকের ওই ইস্যুকৃত চিঠিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের ব্যাংক হিসাব পরিচালনায় 'থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড'–এর নাম পরিবর্তন করে 'নগদ লিমিটেড' করা বিষয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, নগদের ই-মানি কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া নগদ লিমিটেডের নামে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব না খোলার জন্য নির্দেশনা প্রদান করা হলো। ফলে ডাক বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকে হিসাব খুলতে পারবে না নগদ ।'
এর আগে গত মে মাসে বাংলাদেশ ব্যাংক 'ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনা' শীর্ষক নীতিমালা জারি করে। বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালাটির নাম দিয়েছে 'গাইডলাইনস ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস'।
ফলে গ্রাহকের হিসাবে জমা থাকা অর্থ ব্যবহার করতে পারবে না মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের জমা টাকার পুরোটাই ব্যাংকে 'ট্রাস্ট ফান্ড' হিসাবে জমা রাখতে হবে।