১২ ফুট লম্বা অজগর ফিরে গেল বনে
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর অবমুক্ত করা হয়েছে।
গতকাল (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীঙ্গলের পরিচালক ও বনবিভাগ যৌথভাবে সাপটি অবমুক্ত করেন ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, "শনিবার রাতে উপজেলার ইছবপুর এলাকায় কৃষি জমিতে অজগরটি দেখা গেলে স্থানীরা খবর দেয়। তাদের মাধ্যমে খবর পেয়ে রাতেই উদ্ধার করি। আজ দুপুর ১টার দিকে লাউয়াছড়ার জানকিছড়া বনে অজগরটিকে মুক্ত করে দেওয়া হয়েছে।"
এ সময় জানকিছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামানসহ বনবিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অজগরটি ১২ ফুট লম্বা ও এর ওজন প্রায় ১৫ কেজি।