অজগরের পেটে মিললো নিখোঁজ নারীর মরদেহ!
ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগরের পেট কেটে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ মিটার (১৬ ফুট) লম্বা অজগরটি আস্ত গিলে ফেলেছিল ওই নারীকে।
শনিবার (৮ জুন) স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের ৪৫ বছর বয়সী ফরিদা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। এদিন বাসা থেকে বের হওয়ার সময় তিনি স্বামীকে জানিয়েছিলেন, একজন ক্রেতার কাছে মরিচ বিক্রি করতে যাচ্ছেন। এরপরে আর বাড়ি ফেরেননি ফরিদা।
কোনো খবর না পেয়ে তার স্বামী ও আত্মীয়-স্বজনেরা আশেপাশে খোঁজ শুরু করেন।
গ্রামপ্রধান সুয়ার্দি রোসি স্থানীয় ডেটিক ডটকম নিউজ ওয়েবসাইটকে জানান, নিখোঁজ হওয়ার পরদিন সকালে ফরিদার সঙ্গে থাকা ব্যবহারের জিনিসগুলো কাছাকাছি একটি জায়গায় পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই শুয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। এতে সন্দেহ হয় তাদের।
পরে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে মিলে ফরিদার স্বামী সাপটিকে মেরে, পেট চিরে ফরিদার লাশ উদ্ধার করে।
গণমাধ্যমকে সুয়ার্দি বলেন, "অজগরের পেট কাটার সঙ্গে সঙ্গেই ফরিদার মাথা বেরিয়ে আসে। সম্পূর্ণ কাপড়চোপড় পরা অবস্থায় ফরিদাকে আস্ত গিলে ফেলেছিল সাপটি।"
বিশ্বে এ ধরনের ঘটনা বিরল হলেও ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে অজগরের দ্বারা আস্ত মানুষ গিলে ফেলার কয়েকটি ঘটনা সামনে এসেছে।
গত বছর দেশটির দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে ৮ মিটার লম্বা একটি অজগর আস্ত গিলে খেয়েছিল বলে জানা যায় গণমাধ্যমের খবরে।
২০১৮ সালে একই ঘটনা ঘটেছিল দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে। এ সময় ৭ মিটার লম্বা একটি অজগরের পেট কেটে ৫৪ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।