আগস্টে সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট দিয়েছে গুগল, ফেসবুক ও আমাজন
আগস্টে বাংলাদেশকে ৪.৬ কোটি টাকা ভ্যাট দিয়েছে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও আমাজন।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনার এসএম হুমায়ুন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তথ্য থেকে জানা যায়, এই কোম্পানিগুলো ভ্যাট চালান ও সকল ধরনের রিটার্ন জমা দিয়েছে।
এরমধ্যে গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড ১.৭ কোটি টাকা এবং আমাজন ওয়েব সার্ভিসেস ইঙ্ক ৩৪.৭ লাখ টাকা ভ্যাট দিয়েছে।
অন্যদিকে, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২.৫৫ কোটি টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ২৫,৭০৯ টাকা এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ১৬,০৬৫ টাকা ভ্যাট দেয়।
এই তিন টেক জায়ান্টের মধ্যে গুগল ২৩ মে, আমাজন ২৭ মে এবং ফেসবুক ১৩ জুন ভ্যাটের জন্য নিবন্ধন করে।
এর আগে, গত ২৫ আগস্ট গুগল, ফেসবুক ও আমাজনের মতো নন-রেসিডেন্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভ্যাট স্টেটমেন্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।