আদালতের দৃশ্যে মদ্যপান, ‘দ্য কপিল শর্মা শো’র বিরুদ্ধে মামলার শুনানি অক্টোবরে
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'র বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশটির জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মা সঞ্চালিত এই অনুষ্ঠানের এক পর্বে তৈরি করা হয় আদালতের মঞ্চ। মদ্যপান করার দৃশ্য দেখানো হয় সেখানে।
অনুষ্ঠানটি প্রচার হতেই আদালত অবমাননার অভিযোগে মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে মামলা রুজু করেন এক আইনজীবী।
ওই আইনজীবীর অভিযোগ, 'দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানটি বেশ অগোছালো। এখানে নারীদের নিয়েও অশ্লীল মন্তব্য করা হয়। একটি পর্বে আদালতের আবহ তৈরি করা হয়েছে। আর সেখানে অভিনেতাদের মদ্যপান করতে দেখা গেছে। এ ধরনের ক্রিয়াকলাপ বন্ধ হওয়া উচিত।'
বলে রাখা ভালো, শো'র ওই পর্ব সম্প্রচার হয়েছিল গত বছরের ১৯ জানুয়ারি। গত ১৪ এপ্রিল সেটির পুনঃপ্রচারের পরই আবারও আলোচনা ও তর্ক-বিতর্ক তৈরি হয়।
জানা গেছে, ওই মামলার শুনানি হবে আগামী ১ অক্টোবর।
-
সূত্র: আজকাল