এবার বাংলাদেশকে ‘রেড লিস্ট’ থেকে বাদ দিল বাহরাইন
বাংলাদেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাহরাইন; ফলে দেশটির 'রেড লিস্ট' থেকে প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশের নাম।
আগামী রোববার (১০ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রতিদিনই বাহরাইন ফেরত শত শত বাংলাদেশি জিজ্ঞাসা করছিলেন যে, কবে বাহরাইনের সীমান্ত খুলে দেওয়া হবে। আজ আমরা তাদের সুখবর দিতে পারছি। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশকে রেড লিস্ট থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন"।
এর আগে ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যও বাংলাদেশকে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তথা রেড লিস্ট থেকে অব্যাহতি দেয়।
পাশাপাশি যুক্তরাজ্যের অনুমোদিত টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।
আগামী সোমবার (১১ অক্টোবর) ভোর ৪টা থেকে এই অনুমোদন কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ।