টিকা নেওয়াদের জন্য আমেরিকার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে
আগামী ৮ নভেম্বর থেকে ৩৩টি দেশের জন্য নিজেদের ফ্লাইট চালু করছে যুক্তরাষ্ট্র। তবে, ভ্রমণকারীদেরকে অবশ্যই করোনা প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করতে হবে।
হোয়াইট হাউস ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, ডোজ সম্পন্ন করা ব্যক্তিদেরকে ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে আরও একটি টেস্ট করতে হবে। সেই টেস্টের ফলাফল নেগেটিভ আসলে তবেই যাত্রা করতে পারবে তারা।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, "এটি জনস্বাস্থ্য পরিচালিত কঠোর এবং সামঞ্জস্যপূর্ণ একটি নীতি।"
ইউরোপের শেনজেনভুক্ত ২৬টি দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য হবে।
তবে বর্তমান বিধি অনুযায়ী, মার্কিন নাগরিক ব্যতীত যেসকল ব্যক্তি সর্বশেষ ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্য, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল বা ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করেছে, তাদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ইতোমধ্যেই ১৫০টি দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ অব্যাহত রেখেছেন। এমনকি, এসব দেশের অনেকগুলোতেই কোভিড সংক্রমণের হার বেশি। ফলে, নতুন নীতিটি কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃক অনুমোদিত টিকা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত ইমারজেন্সি ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিরাই কেবল এ নিয়মের আওতায় থাকবে।
ডব্লিউএইচও এর ইমারজেন্সি ভ্যাকসিনের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম ভ্যাকসিন।
এছাড়া, দেশটিতে প্রবেশের পর যাত্রীদেরকে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
নতুন এই নিয়মের ঘোষণা দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে। তখন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন, নীতিটি 'নভেম্বরের শুরুতে' কার্যকর হবে।
ভার্জিন আটলান্টিক সিইও শাই ওয়েইস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বব্যাপী টিকার বিস্তৃতির প্রতিফলন এই নীতি।
তিনি বলেন, "যুক্তরাজ্য এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সক্ষম হবে।"
মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেন, কানাডা এবং মেক্সিকোর স্থল সীমান্তে আরোপিত বিধি-নিষেধও তুলে দেবেন তারা। তবে, সেক্ষেত্রে টিকার সকল নিয়ম মানতে হবে নাগরিকদেরকে।
- সূত্র- বিবিসি