টানা সাতদিনের মতো নিম্নমুখী পুঁজিবাজার
টানা সাতদিনের মতো আজ মঙ্গলবারও পুঁজিবাজারের সূচক নিম্নমুখী।
পুঁজিবাজারে বড় দরপতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে ৭ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইএক্সের সূচক ৭০ পয়েন্ট বাড়লেও আতঙ্কের কারণে বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে শেয়ার বিক্রি শুরু করেন।
ব্লু-চিপ সূচকও ২২ পয়েন্ট কমে ২ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে।
গত সাত দিনে ডিএসইএক্সের সূচক প্রায় ৪০০ পয়েন্ট কমেছে।
আতঙ্কিত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কারণে ২৫৬টি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। আজকের লেনদেন শেষে মাত্র ৮৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে।
তবে, আগের দিনের চেয়ে লেনদেন বেড়ে আজ ডিএসইতে এক হাজার ৬৮২ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষে রয়েছে এনআরবিসি ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এনআরবিসি ব্যাংকের শেয়ার দর নয় শতাংশ কমলেও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দর একইহারে বেড়েছে।
গতকাল আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করলেও আজ ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিডি ল্যাম্পসের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। প্রতিষ্ঠানটি গতকাল ইতিবাচক ব্যবসায়িক প্রবৃদ্ধিরও ঘোষণা করে।