ভারতকে হারালে বিশাল অঙ্কের বোনাস পাবেন পাকিস্তান ক্রিকেটাররা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলে বিশাল অঙ্কের বোনাস পাবেন পাকিস্তানের খেলোয়াড়রা।
আগামী ২৪ অক্টোবর, রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি, যেটিকে মনে করা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ।
পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির একটি ধারা অনুযায়ী, ওই ম্যাচটি জিততে পারলে তারা নিয়মিত ম্যাচ ফির উপর ৫০ শতাংশ বোনাস পাবেন।
বর্তমানে একজন পাকিস্তানি ক্রিকেটারের ম্যাচ ফি ৩,৩৮,২৫০ পাকিস্তানি রুপি। সেক্ষেত্রে ৫০ শতাংশ বোনাসের পরিমাণ হবে ১,৭০,০০০ রুপির কাছাকাছি। অর্থাৎ, ভারতকে হারাতে পারলে ওই একটি ম্যাচ খেলেই প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটার আয় করবেন ৫ লাখ রুপির বেশি।
পাকিস্তানি ক্রিকেটাররা সমপরিমাণ বোনাস পাবেন টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান এক নম্বর র্যাংকিংধারী দলকে হারাতে পারলেও। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা দল ইংল্যান্ড।
অবশ্য সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ডকে পাবে না পাকিস্তান। কেননা ইংল্যান্ডের জায়গা গ্রুপ ১-এ হলেও, পাকিস্তান রয়েছে গ্রুপ ২-এ। উভয় দলই যদি সুপার টুয়েলভের গণ্ডি পেরোতে পারে, তাহলে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে তাদের।
এদিকে পাকিস্তান যদি শেষ পর্যন্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত শিরোপা জয় করতে পারে, তাহলেও তারা পাবে বিশাল অঙ্কের বোনাস। তাদের ম্যাচ ফি বেড়ে যাবে পুরো ৩০০ শতাংশ!
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ী দলটি পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার। পাকিস্তানের খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, ওই অর্থ পুরস্কার সমানভাবে ভাগ করে দেওয়া হবে সকল খেলোয়াড়ের মধ্যে। পাশাপাশি টিম ম্যানেজমেন্টও পাবে একজন খেলোয়াড়ের সমান অর্থ পুরস্কার।
এছাড়া কোনো বড় টুর্নামেন্টে জিততে পারলে পাকিস্তানি ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফ থেকেও আকর্ষণীয় অর্থ পুরস্কার পেয়ে থাকেন।
সূত্র: ক্রিকেট পাকিস্তান