সাম্প্রদায়িক উত্তেজনায় উস্কানি দেওয়া হত্যার ভিডিও ছড়ানোয় তরুণ গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া এক ব্যক্তির হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে সাম্প্রদায়িক উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করলো র্যাব।
রিমন শীল (২০) নামের এ তরুণকে চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব-৭ এর সদস্যরা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, গত ১৬ মে কয়েকজন দুর্বৃত্ত রাজধানীর পল্লবী এলাকায় শাহিনুদ্দিন নামের এক ব্যক্তিকে তার সন্তানদের সামনেই কুপিয়ে হত্যা করে।
নোয়াখালীর হিন্দু যুবক যতন সাহার হত্যাকান্ড বলে উল্লেখ করে সম্প্রতি সেই ভিডিও ফেসবুকে ছড়ানো হয়। দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করতেই এমনটি করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ভিডিও ছড়ানোর কথা স্বীকার করেছেন রিমন শীল। র্যাব জানায়, সেই প্রথম সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ভিডিওটি আপলোড করে।