ঢাবি সিনেট সদস্য হলেন ডাকসুর এজিএস সাদ্দাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুয়ায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন।
গত বছরের ১১ মার্চের ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট নিয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাদ্দাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এর আগে গত বছরের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন ছাত্র প্রতিনিধির মনোনয়ন দেন উপাচার্য। ওই পাঁচ সিনেট সদস্য হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার।
এছাড়া বাকি দুজন হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
তবে ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়ার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যের পদ থেকে নিজেই পদত্যাগ করেন শোভন।
পাঁচ মাস পদটি ফাঁকা থাকার পর বুধবার ডাকসুর এজিএস সাদ্দামকে এই পদে মনোনয়ন দেন উপাচার্য।